কান ফেস্টিভ্যাল ঘুরে আসা ‘মা’ ‍‍এবার সিলেটে

সজল খান

জুন ৯, ২০২৩, ০৬:০৩ পিএম

কান ফেস্টিভ্যাল ঘুরে আসা ‘মা’ ‍‍এবার সিলেটে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‍‍`মা‍‍` সিনেমা কান ফেস্টিভ্যাল ঘুরে এসেছে। এরপর রাজধানীর বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির দিন থেকেই ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। এবার দেশের সবগুলো জেলায় ছবিটি নিয়ে যাবেন বলে জানালেন এই সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার। 

আজ তার প্রথম জার্নি শুরু হলো সিলেটে। শুক্রবার (৯ জুন) গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘মা’। সেখানে প্রথম দিন দুটি শো (বিকাল তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টা) এবং সপ্তাহের বাকি দিনগুলোতে প্রতিদিন একটি (সন্ধ্যা সাড়ে ছয়টা) করে শো প্রদর্শিত হবে। 

ছবি মুক্তি উপলক্ষে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, "সিলেটে ‘মা’ ছবির প্রথম শোতে দর্শক হিসেবে থাকছেন খ্যাতিমান মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদ সুলতানা কামাল। ইতোমধ্যে প্রথম দিনের দুটি শো’র সিংহভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। অর্থাৎ শোগুলো হাউজফুল হওয়ার সম্ভাবনা প্রবল।

সিলেটে ‘মা’ ছবির সামগ্রিক অবস্থা নিয়ে অরণ্য আনোয়ার  আরো বলেন,  এখানকার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত প্রায় সবার মধ্যেই ছবিটা নিয়ে আগ্রহ আছে। ছবির প্রচারের জন্য একটা টিম গঠন করা হয়েছে। তারা সেই মোতাবেক কাজ করছেন। যতদূর জানলাম, এই হলে ২০০ সিটের মধ্যে অর্ধেকও পূরণ হয় না। তবে ‘মা’ দেখার জন্য দর্শকের দারুণ আগ্রহ। মনে হচ্ছে, প্রথম দিনের দুটি শো-ই হাউজফুল হয়ে যাবে।”

উল্লেখ্য, ‘মা’ ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। আর এই সিনেমার মধ্য দিয়েই প্রথম মায়ের চরিত্রে অভিনয় করলেন তিনি। 

 

Link copied!